ভয়ে মাঠে নামছে না বিআরটিসি বাস!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:৩১:৩১

ঢাকা: সাম্প্রতিক সময়ের হরতাল অবরোধে বেসরকারি বাস মালিকদের বাস রাস্তায় নামানোর জন্য সরকার বারবার তাগিদ দিলেও সরকারি বাসগুলোই সেভাবে রাস্তায় নামছে না।
খোঁজ নিয়ে জানা গেছে বিআরটিসির অধিকাংশ বাসই ডিপোতে অলস পড়ে আছে।আগুনে পোড়ানো ও হামলার ভয়ে সেগুলোকে রাস্তায় নামানো হচ্ছে না।
স্বাভাবিক অবস্থায় বিআরটিসির এক হাজার ৪০০ বাস শহর ও শহরের বাইরে বিভিন্ন স্থানে চলাচল করলেও সাম্প্রতিক সময়ে হরতাল-অবরোধে সেই সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
প্রতিষ্ঠানটির একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিআরটিসি কর্তৃপক্ষ বাসে হামলা ও আগুন দিয়ে পোড়ানোর ভয়ে বিলাসবহুল বাসগুলোকে রাস্তায় নামাচ্ছে না। বিআরটিসি তার ১০০টি শীততাপ নিয়ন্ত্রিত বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে।
বিআরটিসি’র এ কর্মকাণ্ডের জন্য যাত্রীরা অপেক্ষাকৃত নিম্নমানের বাসে করে চলাচল করতে বাধ্য হচ্ছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও রাষ্ট্রীয় এই বাস সংস্থাটি তাদের বাস রাস্তায় নামাচ্ছে না।
বিআরটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান এ প্রসঙ্গে জানান, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির চারটি বাসকে পোড়ানো হয়েছে।সেগুলোকে এমনভাবে পোড়ানো হয়েছে যে ঐ বাসগুলো আর ঠিক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এছাড়াও বিআরটিসি’র ৬টি বাস ভাঙচুর করা হয়েছে যাতে করে প্রতিষ্ঠানটির ৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/টিআর/এমএন /এআর/ ঘ.)