logo ২৩ এপ্রিল ২০২৫
চলমান সংকটেই পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা
ইব্রাহিম খলিল, ঢাকাটাইমস
১০ নভেম্বর, ২০১৫ ১৩:১৭:৪৫
image

চট্টগ্রাম: নতুন বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম মহানগরে বাড়ছে পানির সরবরাহ। কিন্তু তার আগে জানুয়ারিতে পানির দাম বাড়ানো হচ্ছে আরও ৫ শতাংশ। সরবরাহের আগেই পানির দাম বাড়ানোর সিদ্ধান্তে ফুঁসছে নগরবাসী।


চট্টগ্রাম মহানগর জামাল খান ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, “বছরের পর বছর পানি সংকটের কারণে দুর্ভোগ পোহাচ্ছি। এর মধ্যে ফেব্রুয়ারিতে পানি সরবরাহ বাড়ানোর ঘোষণায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাব বলে মেন হয়েছিল। কিন্তু কা বুঝি আর হচ্ছে না। শুনছি তার আগেই জানুয়ারিতে পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা।


শাহাদাত হোসেন  বলেন, নগরীতে বর্তমানে সপ্তাহে এক বা দুই দিন পানি সরবরাহ করছে ওয়াসা। ফলে পানি সংকটে মানুষের নাওয়া-খাওয়া পর্যন্ত বন্ধ থাকছে। পানি সরবরাহ স্বাভাবিক হওয়ার পর দাম বাড়ানোর কথা বললে হয়তো কষ্ট তেমন লাগত না। কষ্টের মধ্যে দাম বাড়ানোর ঘোষণায় নগরবাসীর মনে আগুনে ঘি ঢালার মতো হলো।


খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম ওয়াসা বর্তমানে দৈনিক উৎপাদন করছে সর্বোচ্চ ২১ কোটি লিটার পানি। অথচ নগরীর ৬০ লাখ মানুষের দৈনিক পানির চাহিদা প্রায় ৫০ কোটি লিটার। এই অবস্থায় নগরীতে পানি সংকট চরমে।


তবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নির্মিত কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। নতুন বছরের ফেব্রুয়ারিতে প্রকল্পটি উৎপাদন শুরু করলে এখান থেকে দৈনিক ১৪ কোটি লিটার পানি পাবে চট্টগ্রাম ওয়াসা। ফলে ওয়াসার দৈনিক পানি উৎপাদন গিয়ে দাঁড়াবে ৩৫ কোটি লিটারে।


চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প থেকে পানি এলে নগরবাসীর দুই-তৃতীয়াংশ  চাহিদা মেটানো সম্ভব হবে। নগরীর সব এলাকায় প্রতিদিন পানি সরবরাহের মাধ্যমে নিরসন করা সম্ভব হবে চলমান তীব্র সংকট ।


কিন্তু সবরাহ বাড়ানোর আগেই পানির দাম বৃদ্ধি কেন। জানতে চাইলে এ কে এম ফজলুল্লাহ বলেন, “সবকিছুর সঙ্গে পানির উৎপাদন ব্যয় বাড়ছে। তাই বোর্ড সভায় আগামী ১ জানুয়ারি থেকে পানির দাম পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।”


দাম বাড়ানোর সিদ্ধান্তে নগরবাসীর ক্ষোভ সম্পর্কে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক  বলেন, পানি সংকটের কারণে  পাওয়া কষ্ট থেকে নগরবাসীর ক্ষোভ আছে।   তবে পানি পেলে সব ক্ষোভ-দুঃখ মিটে যাবে বলে মত প্রকাশ করেন এই প্রকৌশলী।


প্রসঙ্গত, সরকার ও জাইকার যৌথ অর্থায়নে প্রায় এক হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা।  এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে ১ হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পের কাজও চলছে। এই প্রকল্প থেকে দৈনিক ৯ কোটি লিটার পানি উৎপাদন করা সম্ভব হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে নগরীর ৯০ ভাগ পানির চাহিদা পূরণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।


(ঢাকাটাইমস/১০নভেম্বর/মোআ)