logo ২২ এপ্রিল ২০২৫
ইচ্ছামতো জাতীয় পতাকা ওড়ানো বন্ধে অভিযান রবিবার
হাবিবুর রহমান, ঢাকাটাইমস
০৪ মার্চ, ২০১৬ ১২:০৮:০৯
image



ঢাকা: যেখানে-সেখানে যথেচ্ছভাবে জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে সঠিক মাপ ও রংয়ের বিষয়েও নজর দেয়া হচ্ছে। এ জন্য রাজধানীসহ সারা দেশে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।






আগামী রবিবার রাজধানীতে শুরু হবে জাতীয় পতাকা অবমাননাবিরোধী অভিযান। আর সারা দেশে একযোগে শুরু হবে ২০ মার্চ।






বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে পতাকা বিধিমালা, ১৯৭২ অনুসরণ করতে হবে। সঠিক মাপ ও নির্দিষ্ট রংয়ের জাতীয় পতাকা না ওড়ালে সংশ্লিষ্ট ব্যক্তিকে গুনতে হবে জরিমানা, এমনকি জেলদণ্ডও হতে পারে।






২০ মার্চ সারা দেশে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য আগামী সপ্তাহে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।






সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, অনেক যানবাহনে প্রাধিকার বহির্ভূত ফ্লাগস্ট্যান্ড থাকার কারণে ট্রাফিক পুলিশ বিভ্রান্ত হন। এ ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন।






এ সময় বৈঠকের একাধিক সদস্য প্রায় অভিন্ন ভাষায় বলেন, স্বাধীনতা ও বিজয়ের মাস  এলেই রাজধানী ঢাকাসহ সারা দেশে অনেক বাড়ি ও গাড়িতে উড়তে দেখা যায় জাতীয় পতাকা। এসব পতাকা ব্যবহারের ক্ষেত্রে মানা হয় না পতাকা বিধিমালা। অনেকে প্রাইভেট কারের বনেটে ও পেছনে পতাকা বেঁধে রাখেন। কেউ কেউ মোটরবাইকের সামনে-পেছনে পতাকা লাগিয়ে ঘুরে বেড়ান। এসব ক্ষেত্রে পতাকার সঠিক পরিমাপ ও রং-সংক্রান্ত বিধি মানা হচ্ছে না।






বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে নির্দিষ্ট রংয়ের জাতীয় পতাকা ব্যবহার করা হয় না। রং নষ্ট, ফ্যাকাসে ও ছেঁড়া জাতীয় পতাকাও উড়তে দেখা যায়। এতে করে ক্ষুণ্ন হচ্ছে জাতীয় পতাকার মর্যাদা। জেনে হোক বা অজ্ঞতার কারণেই হোক আর আবেগেই হোক, জাতীয় পতাকার অবমাননা একটি শাস্তিযোগ্য অপরাধ।






মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ঢাকাটাইমসকে বলেন, “জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান জানানো আমাদের সবার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন করতে হবে। প্রয়োজনে এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে।”






মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান ঢাকাটাইমসকে বলেন, “আমরা লক্ষ করছি দেশের অন্যান্য শহরের চেয়ে রাজধানীতে বেশি অবমাননা হচ্ছে জাতীয় পতাকার। এ জন্য ঢাকা জেলা প্রশাসককে অভিযানের নির্দেশ দেয়া হয়েছে।”






এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “জাতীয় পতাকার যথাযথ সম্মান রক্ষার জন্য আমরা আগামী সপ্তাহ থেকে রাজধানীতে অভিযান চালাব। যাদের ওড়ানো পতাকার সঠিক মাপ থাকবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেযা হবে।”






জেলা প্রশাসক বলেন, এবার বিশেষ করে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাকগুলোর দিকে বেশি নজর দেয়া হবে। সেগুলোতে নিয়মের বাইরে জাতীয় পতাকা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে জেল-জরিমানা করা হবে। 






(ঢাকাটাইমস/৩মার্চ/মোআ)