logo ১৩ জুলাই ২০২৫
এক পাশে দাড়ি তার অন্যপাশ খালি!
ঢাকাটাইমস ডস্ক
২৩ এপ্রিল, ২০১৬ ১৯:৩৮:০৪
image



ঢাকা: কণ্ঠশিল্পী তপু আনিলার একটা গান আছে- এক পায়ে নুপুর আমার অন্য পা খালি...। এক পায়ে নুপুর পরার সংস্কৃতি সম্পর্কে জানলেও এক গালে দাড়ি রাখার কথা শুনেছেন কখনো? যুক্তরাষ্ট্রের এক নাগরিক তার মুখের এক পাশে দাড়ি আর অন্য পাশ খালি রেখে আলোচনায় এসেছেন। কেন কেভিন নামের ওই ব্যক্তি এমন করলেন, পুলিশের একটাই জিজ্ঞাসা।






কেভিনের মুখের একদিকে সফেদ দাড়ির বাহার। অন্যদিক বিলকুল ফাকা। তার উপরে তার চুলের বাহারও বেশ কিম্ভুত। সাদা দাড়ির সঙ্গে কালো ড্রেডলক এমন বৈপরীত্ব তৈরি করেছে যে, তাঁর ছবিটিই হয়ে উঠেছে এই মুহূর্তে মায়ামি পুলিশের কাছে চর্চা-বিষয়।






অপরাধীর খাতায় নাম তোলার জন্য ছবি তোলানো সব দেশের পুলিশেরই একান্ত কর্তব্য। সেই কাজটি সমাধা করতে গিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির পুলিশ কর্তৃপক্ষ রীতিমতো ঝঞ্ঝাটে পড়েছে সম্প্রতি।






৫৮ বছর বয়সি কেভিন গিবসনকে মায়ামির পুলিশ মারিজুয়ানা রাখার অভিযোগে গ্রেপ্তার করে। তার পরে তার ছবি তোলানোর জন্য তোড়জোড় করে। কেভিনের যে ছবি পুলিশের হাতে আসে, তা সত্যিই রোমাঞ্চকর।






কেভিন কি তার দাড়ি কামানো অর্ধসমাপ্ত রেখে ছবি তুলতে এসেছিলেন? নাকি তার ফ্যাশন-স্টেটমেন্টই এই রকমের? উত্তর কেভিনই দিতে পারেন একমাত্র। কিন্তু, তিনি তো জেলের দিকে পা বাড়িয়ে বসে রয়েছেন!






(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেডএ)