logo ২১ এপ্রিল ২০২৫
সিটি করপোরেশনের ডাস্টবিন এবং নগরবাসী
মোসাদ্দেক বশির, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৬ ০০:১৬:৫৫
image



ঢাকা: সোমবার বিকাল ৫টা। রাজধানীর শাহবাগ মোড় থেকে রমনা পার্কের দিকে বাদাম খেতে খেতে হেটে যাচ্ছিলেন শার্ট-প্যান্ট ইন করা সুদর্শন এক যুবক। বাদাম চিবুচ্ছিলেন আর খোসাগুলো নির্দিধায় এদিক ওদিক না তাকিয়ে রাস্তায় ফেলছিলেন। অথচ তার পাশেই সিটি করপোরেশনের সুন্দর একটি ডাস্টবিন ঝুলছিলো। নিজের পরিচয় দিয়ে বাদামের খোসাগুলো ডাস্টবিনে না ফেলার কারণ জানতে চাইলে এক গাল হেসে বলে উঠলেন, ‘ভাই অভ্যাস নাই’। 






আলাপে জানা গেল, তিনি ব্রিটিশ কাউন্সিলে চাকরি করেন। বিদেশেও গিয়েছেন বেশ কয়েকবার। বিদেশের মাটিতে গিয়ে ময়লা কী এভাবে ফুটপাতে ফেলেছেন? জানতে চাইলে আবার এক গাল হেসে বলেন, না ডাস্টবিনে ফেলেছিল। কিন্তু দেশে আসার পর সবকিছু আগের মতো!






এদিকে, ঐ ডাস্টবিনের ৩ গজ দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন আরেকজন পথচারি। সিগারেটের অবশিষ্টাংশ ডাস্টবিনে না ফেলে তিনি তার পাশেই ফেলে দিলেন। ডাস্টবিনে না ফেলার কারণ জানতেই বলে উঠলেন, ভাই জানা ছিল না পাশেই ডাস্টবিন আছে। 






সরকারি তিতুমীর কলেজে অনার্সে অধ্যয়নরত এ শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেন, যেখানে-সেখানে ময়লা ফেলার অভ্যাস হয়ে গেছে। ডাস্টবিন স্থাপনের বিষয়টিও মনেই ছিল না। তবে আগামীতে ময়লা ডাস্টবিনের ফেলবেন বলে এই প্রতিজ্ঞা করেন প্রতিবেদকের কাছে।






ঘুরে ঘরে রাজধানীর ফুটপাথে ফুটপাথে ঠাঁয় দাঁড়িয়ে থাকা প্রতিটি ডাস্টবিনের পাশেই ময়লা পড়ে থাকতে দেখা গেছে। কোথাও ময়লার স্তুপও দেখা গেল। অধিকাংশ পথচারিই ডাস্টবিনকে এড়িয়ে যে যার মতো করে হাতের ময়লা এখানে সেখানে ফেলছে। 






বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নগরায়ণ ও সুশাসনের সদস্য সচিব ইকবাল হাবীব ঢাকাটাইমসকে বলেন, ডাস্টবিনের ময়লা ফেলার জন্য গণসংযোগ করতে হবে। যেহেতু আমাদের দেশের মানুষের ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস নেই, তাই  হঠাৎ করে ডাস্টবিন স্থাপন করলেই মানুষ তাতে ময়লা ফেলবে না। এছাড়া এখনো রাস্তার পাশে ময়লার স্তুপ পড়ে আছে। ময়লার স্তুপের পাশেই যদি ডাস্টবিন বসানো থাকে তাহলে মানুষ কেন ডাস্টবিনে ময়লা ফেলবে? ডাস্টবিন স্থাপন একটি ভাল উদ্যোগ, তবে এখন গণসংযোগ করতে হবে। মানুষকে সচেতন করতে হবে। তাহলেই সিটি করপোরেশনের  এই উদ্যোগ সফল হবে।






ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার ঢাকাটাইমসকে বলেন, এ পর্যন্ত পাঁচ হাজার ৭০০ ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরো ডাস্টবিন স্থাপন করা হবে।






ডাস্টবিনে ময়লা ফেলার জন্য সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ডাস্টবিনে ময়লা ফেলার জন্য জনসংযোগ করা হচ্ছে। পত্রিকায় ও টিভিতে বিজ্ঞাপন দেয়া হয়েছে। 






ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান ময়লা ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা ঢাকাটাইমসকে এ প্রসঙ্গে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এ পর্যন্ত ৯০০ ডাস্টবিন বসিয়েছে। আরও ৫ হাজার ডাস্টবিন বসানো হবে। ডাস্টবিন স্থাপনের কাজ সম্পূর্ণ হলে একটি সংবাদ সম্মেলন করা হবে।  সেখানে সিটি করপোরেশনের পরিকল্পনা তুলে ধরা হবে।   (ঢাকাটাইমস/ ৩১ মে/ এমএবি/ এআর/ ঘ.)