logo ০৪ এপ্রিল ২০২৫
ফেনীর ১৫ ইউপিতেই নৌকার জয়
ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৬ ০০:০৫:০০
image




ফেনী: জেলা সদর ও সোনাগাজী উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনেই জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।



শনিবার ভোটগ্রহণকালে জেলার সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের এলোপাতাড়ি গুলিতে নুর আলম শিপন নামের এক যুবক নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও পুলিশসহ অন্তত ১৫ জন।



সোনাগাজীর চরমজলিশপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ হোসেন নৌকা প্রতীকে ১০ হাজার ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী ওমর ফারুক ৪২০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। ধানের শীষ প্রতীকে মিজানুর রহমান পেয়েছেন ৪শ ৯ ভোট।



বগাদানা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত ক খ ম ইসহাক খোকন নৌকা প্রতীকে ১০ হাজার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ছাত্রদল নেতা আবদুল হালিম ৮৫৭, সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ ৩৩৪, আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু ১৬৫, কাজী মনছুর ১৬৯ ভোট পেয়েছেন।



মঙ্গলকান্দি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত মোশাররফ হোসেন বাদল মেম্বার নৌকা প্রতীকে ৯ হাজার ৭৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। বিদ্রোহী শেখ ফরিদ দরদী ১৪২, বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান কারাবন্দী দাউদুল ইসলাম মিনার ৩৭৪ ভোট পেয়েছেন।



মতিগঞ্জ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত রবিউজ্জামান বাবু ৭ হাজার ৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ২ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন। চরদরবেশ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম ভুট্টু ১০ হাজার ৯৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান কারাবন্ধী আবুল কালাম আজাদ ২ হাজার ৫৮১ ভোট পেয়েছেন।



চরছান্দিয়ায় আওয়ামী লীগ মনোনীত মোশাররফ হোসেন মিলন ১২ হাজার ৮শ ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও বিএনপি মনোনীত সামছুদ্দীন খোকন ২ হাজার ১৫৮ ভোট পেয়েছেন।



সদর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান সামছুল আরেফিন ৮ হাজার ২৯৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত বোরহান উদ্দিন ৬৭৪ ভোট পেয়েছেন। আমিরাবাদ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত জহিরুল আলম জহির ৬ হাজার ৮৩৫ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। বিদ্রোহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান ভূঞা আনারস প্রতীকে ৫ হাজার ৪১ ও বিএনপি মনোনীত নুরুল আনোয়ার ৮৩৬ ভোট পেয়েছেন।



নবাবপুরে আওয়ামী লীগ মনোনীত দেলোয়ার হোসেন ৪ হাজার ২শ ২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম জহির পেয়েছেন ২ হাজার ৩৮৩ ভোট।



এদিকে সদর উপজেলার শর্শদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জানে আলম ভূঞা, পাঁচগাছিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত আনোয়ার হোসেন মানিক, কালিদহ ইউপিতে আওয়ামীলীগ মনোনীত দিদারুল আলম, ফাজিলপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত মজিবুল হক রিপন, কাজিরবাগ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত এডভোকেট কাজী বুলবুল আহমদ সোহাগ ও মোটবীতে আওয়ামী লীগ মনোনীত হারুন অর রশিদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।



(ঢাকাটাইমস/৫ জুন/প্রতিনিধি/এলএ)