ইউপিতে আ.লীগ ২৬৪৭, বিএনপি ৩৬৭, অন্যান্য ৮৭৫
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৬ ২২:৫৫:৪৮

ঢাকা: ছয় ধাপে সম্পন্ন হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপেই আধিপত্য বজায় রেখেছে সরকারি দল আওয়ামী লীগ। চার হাজার ৮৯টি ইউপির মধ্যে তিন হাজার ৯৬৫টির ফলাফল নির্বাচন কমিশনের কাছে এসেছে। এর মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে দুই হাজার ৬৪৭টি ইউপিতে। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি পেয়েছে মাত্র ৩৬৭টি ইউপিকে জয়। পেয়েছে। আর আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহীসহ স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৮৭৫ ইউপিতে। বর্তমান বিরোধী দল এইচএম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জাপা ৫৫টি ইউপিতে বিজয়ী হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ২০৭ জন বিনাভোটে জয়ী হয়েছেন। যার মধ্যে আওয়ামী লীগেরই ২০৪ জন। বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী। সহিংসতা ও গোলযোগের কারণে ১২৩টি ইউপির ভোট স্থগিত আছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪টি রাজনৈতিক দলের মধ্যে ৯টি দল ইউপিতে জয় দেখেছে।
গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ধাপের নির্বাচনী ফল পর্যালোচনা করে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিনাভোটে ৪৬টিসহ ৫৩০টি ইউপির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। বিএনপি জিতেছে ৪৭টি ইউপিতে। এ ধাপে ১০৩ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এছাড়া জাতীয় পার্টি (এ) ৪টি, জাসদ ৩টি, জেপি ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। অনিয়মের কারণে এ ধাপের ২২টি ইউপির ফল স্থগিত রয়েছে। এ ধাপে মোট ৬৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়।
গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউপিতে ভোট হয়। এ ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিনাভোটে ৩৪টিসহ ৪৪৭টি ইউপির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। বিএনপি জিতেছে ৬১টি ইউপিতে। এ ধাপে ১১৫ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এছাড়া জাতীয় পার্টি (এ) ৪টি ও জাসদ ২টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। অনিয়মের কারণে এ ধাপের ১০টি ইউপির ফল স্থগিত রয়েছে। এ ধাপে মোট ৩৭টি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত হয়।
২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ধাপের ফল পর্যালোচনা করে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিনাভোটে ২৯টিসহ ৩৯৫টি ইউপির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। বিএনপি জিতেছে ৬০টি ইউপিতে। এ ধাপে ১৩৯ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এছাড়া জাতীয় পার্টি (এ) ১৩টি, জাসদ ১টি, জেপি ১টি এবং জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। অনিয়মের কারণে এ ধাপের ৫টি ইউপির ফল স্থগিত রয়েছে। এ ধাপে মোট ২৬টি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত হয়।
৭ মে চতুর্থ ধাপে ৭০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ধাপের ফল পর্যালোচনা করে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিনাভোটে ৩৪টিসহ ৪৩৮টি ইউপির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। বিএনপি জিতেছে ৭০টি ইউপিতে। এ ধাপে একজন বিনাভোটসহ ১৬২ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়। এছাড়া জাতীয় পার্টি (এ) ১০টি এবং জাকের পার্টি, ওয়ার্কার্স পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। অনিয়মের কারণে এ ধাপের ২১টি ইউপির ফল স্থগিত রয়েছে। এ ধাপে মোট ৫৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়।
গত ২৮ মে পঞ্চম ধাপে মোট ভোট হয় ৭১৭টি ইউনিয়ন পরিষদে। এ ধাপে আওয়ামী লীগ বিনাভোটে ৩৯টিসহ ৪৩১টি ইউপির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। বিএনপি জিতেছে ৬৭টি ইউপিতে। এ ধাপে ১৭০ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়। এছাড়া জাতীয় পার্টি (এ) ৯টি, জাসদ ১টি, এবং ওয়ার্কার্স পার্টি ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। অনিয়মের কারণে এ ধাপের ৩৮টি ইউপির ফল স্থগিত রয়েছে। এ ধাপে মোট ১২৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়।
শনিবার ষষ্ঠধাপ ও শেষধাপে ৭০০টি ইউপির ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২২ জন বিনাভোটসহ আওয়ামী লীগ পেয়েছে ৪০৬টি, বিএনপি ৬২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, জাতীয় পার্টি-জাপা ১৫টি, ২ জন বিনাভোটসহ স্বতন্ত্র প্রার্থী ১৮৬টি, জাতীয় পার্টি-জেপি জাসদ ১টি, ১টি ইউপিতে জয়ী হতে পেরেছে। এ ধাপে ২৭টি ইউপির ভোট স্থগিত রয়েছে। এছাড়া একটি ইউপির ফল এখন পর্যন্ত কমিশনের হাতে পৌঁছেনি।
(ঢাকাটাইমস/০৫জুন/জেবি)