logo ০৪ এপ্রিল ২০২৫
ইউপি নির্বাচনের ফলাফল
শৈলকুপায় আ.লীগ ১০, স্বতন্ত্র ৪
ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৬ ০৯:৪২:২৯
image




ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।



প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১৪টি ইউনিয়নের ১০টিতে আওয়ামী লীগ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



বিজয়ী প্রার্থীরা হলেনÑ দিগনগর ইউনিয়নে মো. জিল্লুর রহমান তপন (আ.লীগ), সারুটিয়ায় মো. মাহমুদুল হাসান মামুন (আ.লীগ), কাঁচেরকোলে মো. সালাউদ্দীন জোয়ারদার মামুন (আ.লীগ), ধলহরাচন্দ্র ইউনিয়নে মো. মতিয়ার রহমান (আ.লীগ), হাকিমপুরে মো. কামরুজ্জামান জিকু (আ.লীগ), বগুড়ায় মো. নজরুল ইসলাম (আ.লীগ), মনোহরপুরে মোস্তফা আরিফ রেজা মন্নু (আ.লীগ), উমেদপুরে মো. ছাব্দার হোসেন মোল্লা (আ.লীগ), ফুলহরিতে মো. জামিনুর রহমান বিপুল (আ.লীগ) ও দুধসর ইউনিয়নে মো. সায়ুব আলী জোয়ারদার (আ.লীগ)। এছাড়া, ত্রিবেণীতে মো. জহুরুল হক খাঁন (স্বতন্ত্র), মির্জাপুরে মো. মকবুল হোসেন (স্বতন্ত্র), আবাইপুরে মো. হেলাল উদ্দীন (স্বতন্ত্র) ও নিত্যানন্দপুর ইউনিয়নে মোঃ ফারুক হোসেন (স্বতন্ত্র)।



ষষ্ঠ ধাপে শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন উপলক্ষে ১৪টি ইউনিয়নে ১৪০টি ভোট কেন্দ্রে ৮১৩টি ভোট কক্ষ খোলা হয়। নির্বাচনে ১৪০ জন প্রিসাইডিং অফিসার, ৮১৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৬২৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।



১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৭৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।



(ঢাকাটাইমস/৫ জুন/প্রতিনিধি/এলএ)