logo ০৪ এপ্রিল ২০২৫
সাভারে ৯ ইউনিয়নে আ.লীগ, ১টিতে স্বতন্ত্র
সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৬ ১৩:৪৭:৪৪
image




সাভার (ঢাকা) : ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচনে সাভার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাকি দুইটি ইউনিয়নের মধ্যে সাভার সদর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে আদালত। অপর একটি ইউনিয়ন তেতুঁলঝোড়ায় শুধু আওয়ামী প্রার্থী ছাড়া অন্য প্রার্থী না থাকায় ফখরুল আলম সমর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন ৮১০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাকিব হাসান ৬৬০৯ ভোট পেয়ে দ্বিতীয় ও বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ২৩৯৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।



বিরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইদুর রহমান সুজন ১১১০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ৪৬১২ ভোট পেয়েছেন। তিনি সুষ্ঠু নির্বাচন হয়নি দাবিতে অবশ্য ভোট বর্জন করেছিলেন।



বনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইদুল ইসলাম ৫৯০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাইদুল ইসলাম ৩৯৭৫ ভোট পেয়ে দ্বিতীয় ও স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন মোল্লা ২৮৫০ ভোট পেয়েছেন।



কাউন্দিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান খান (শান্ত) ৮০৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম খান ৪৯৪১ ভোট পেয়ে দ্বিতীয় ও বিএনপি প্রার্থী মোমিনুল ইসলাম ১৪৯ ভোট পেয়েছেন।



ভাকুর্তা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন ১৫৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সরোয়ার হোসেন ২৫৭১ ভোট পেয়ে দ্বিতীয় ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ১৪১৬ ভোট পেয়েছেন।



ধামসোনা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম ৬৭৬৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর মিয়া ২১৩৯৬ ভোট পেয়ে দ্বিতীয় ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম ৪৫৮ ভোট পেয়েছেন।



আশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিন ২৪০৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন ১১৭৯৭ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী কাবেল উদ্দিন ১৬০২ ভোট পেয়েছেন।



পাথালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী পারভেজ দেওয়া ২৮৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বাছেদ দেওয়া ৬৩৭৫ ভোট পেয়েছেন। সুষ্ঠু নির্বাচন হয়নি এমন দাবিতে তিনি ভোট বর্জন করেছিলেন।



ইয়ারপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আহম্মেদ ভূঁইয়া ৩০৯৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী দেলোয়ার হোসেন ১১৯৩৩ ভোট পেয়েছেন। সুষ্ঠু নির্বাচন হয়নি এমন দাবিতে তিনি ভোট বর্জন করেছিলেন।



শিমুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এবিএম আজহারুল ইসলাম সুরুজ ১৫৮৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ৮৮২২ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী ইকবাল হোসেন ৪৭৬৯, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা ১৮০২ ও জাকের পার্টির মোফাজ্জল হোসেন দেওয়ান ৯১৩।



(ঢাকাটাইমস/৫ জুন/প্রতিনিধি/এলএ)