গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আ.লীগের ছয়জন ও স্বতন্ত্র দুইজন বিজয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন- কামদিয়া ইউনিয়ন মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু (আওয়ামী লীগ), শাখাহার ইউনিয়ন তাহাজুল ইসলাম ভুট্টু (আওয়ামী লীগ), রাজাহার ইউনিয়ন আব্দুল লতিফ (আওয়ামী লীগ), গুমানীগঞ্জ ইউনিয়ন জগলুল রশিদ রিপন (আওয়ামী লীগ), কাটাবাড়ী ইউনিয়ন রেজাউল করিম রফিক (স্বতন্ত্র), দরবস্ত ইউনিয়ন শরিফুল ইসলাম জর্জ (আওয়ামী লীগ), তালুককানুপুর ইউনিয়ন আতিকুর রহমান আতিক (স্বতন্ত্র) ও সাপমারা ইউনিয়ন শাকিল আলম বুলবুল (আ’লীগ বিদ্রোহী)।
সাঘাটা উপজেলায় ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকাবিভাবে নির্বাচিতরা হলেন- সাঘাটার পদুমশহর ইউনিয়ন তৌহিদুজ্জামান স্বপন (বিএনপি), ভরতখালী ইউনিয়ন শামছুল আজাদ শীতল (আওয়ামী লীগ), সাঘাটা ইউনিয়ন মোশাররফ হোসেন (জাপা), মুক্তিনগর ইউনিয়ন রোকনুজ্জামান রোকন (আ’লীগ), কচুয়া ইউনিয়ন মাহবুবুর রহমান (স্বতন্ত্র), হলদিয়া ইউনিয়ন- ইয়াকুব আলী (স্বতন্ত্র), জুমারবাড়ী ইউনিয়ন রোস্তম আলী আকন্দ (জাসদ), কামালেরপাড়া ইউনিয়ন শাহীনুর ইসলাম (স্বতন্ত্র) ও বোনারপাড়া ইউনিয়ন ওয়ারেছ আলী প্রধান (আওয়ামী লীগ)।
ফুলছড়ি উপজেলায় ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- কঞ্চিপাড়া ইউনিয়ন আব্দুল হালিম (জাপা), উড়িয়া ইউনিয়ন মো. বদিয়াজ্জামান (জাপা), উদাখালি ইউনিয়ন আনোয়ার হোসেন (স্বতন্ত্র), গজারিয়া ইউনিয়ন শামছুল আলম (আওয়ামী লীগ), এরেন্ডাবাড়ী ইউনিয়ন আজিজুর রহমান (বিএনপি) ও ফুলছড়ি ইউনিয়ন আব্দুল গফুর (আ’লীগ বিদ্রোহী)।
(ঢাকাটাইমস/৫ জুন/প্রতিনিধি/এলএ)