ইউপি নির্বাচন: স্থগিত ৩৪৬ কেন্দ্রে ভোট ঈদের পর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৬ ২১:১০:৩৯
ঢাকা: ছয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে অনিয়ম ও সহিংসতার কারণে স্থগিত হয়ে যাওয়া ৩৪৬টি কেন্দ্রের ভোটগ্রহণ ঈদের পর। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এসব কেন্দ্রে ভোটগ্রহণ হতে পারে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব ফরহাদ আহাম্মদ খান।
শুক্রবার ফরহাদ আহাম্মদ সাংবাদিকদের জানান, রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য অনুযায়ী স্থগিত কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের ওয়ার্ড চিহ্নিত করে পুনরায় ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে। রমজানের মধ্যে পুনঃভোটের সম্ভাবনা ক্ষীণ। ঈদুল ফিতরের পরে পুনঃভোটের জন্য প্রস্তাব রাখা হবে। সবকিছু পর্যালোচনা করে ইসি স্থগিত কেন্দ্রে পুনঃভোটের জন্য সময় নির্ধারণ করবে।
ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ২২ মার্চ ৬৫টি, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৩৭টি, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ২৬টি, চতুর্থ ধাপে ৭ মে ৫৩টি, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩টি ও শেষ ধাপে ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
(ঢাকাটাইমস/১০জুন/জেবি)