logo ২০ এপ্রিল ২০২৫
গ্যাসের মূল্যবৃদ্ধি গুণীতক প্রভাব ফেলবে জনগণের ওপর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৬ ১৫:৪০:৫৮
image



গ্যাসের দাম বাড়লে নাগরিক জীবনের ব্যয় বাড়বে এবং তা গুণীতক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ।






বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভোক্তা পর্যায়ে গ্যাসের অযৌক্তিক মূল্য বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদ’ শীর্ষক ‘জনতার গণশুনানি’তে এ মন্তব্য করেন তিনি। জনতার গণশুনানির আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।






আনু মোহাম্মদ বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে অর্থনীতির ভাষায় গুণীতক প্রভাব পড়বে জনগণের ওপর। সরকার যদি ১ টাকা গ্যাসের দাম বাড়ায় তবে জনগণের ব্যয় বাড়বে ১০ টাকা। গ্যাসের দাম বাড়লে গণপরিবহনের ভাড়া বাড়বে, দৈনন্দিন জীবনের ব্যয়, বাসা ভাড়াসহ সব ক্ষেত্রেই ব্যয় বাড়বে।






সরকারের ভুল নীতি ও কর্মকর্তাদের দুর্নীতি না থাকলে গ্রাহকদের আরও কম দামে গ্যাস পেতে পারত বলে জানান আনু মোহাম্মদ। তিনি অভিযোগ করেন, বিদেশি কোম্পানির স্বার্থের কথা চিন্তা করে সরকার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।






অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ঢাকা-চট্টগ্রামে সিলিন্ডার গ্যাসের প্রতি জনগণের আগ্রহ বাড়ানোর জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। তাদের (সিলিন্ডার) সহায়তা দেওয়ার জন্যই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।






গণশুনানিতে অংশ নিয়ে সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। এখন গ্রাহকরা ৩০০ টাকার বেশি গ্যাস ব্যবহার করে না। কিন্তু তাদের বিল দিতে হচ্ছে ৬৫০ টাকা। কর্মকর্তাদের দুর্নীতির কারণে সিস্টেম লস দেখিয়ে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে সরকার।






এক বছরে দুবার গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতা চলছে অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে সরকার। তারা ন্যায়বিচারের কথা বলছে, কিন্তু সরকার যা বলছে তারা তা-ই করছে।






বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে গণশুনানিতে আরও বক্তব্য দেন বাসদের সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী খান, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহার প্রমুখ।






(ঢাকাটাইমস/২৪আগস্ট/জিএম/মোআ)