হলের দাবি: জগন্নাথ শিক্ষার্থীদের ‘পাশে আছে’ ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ আগস্ট, ২০১৬ ১৪:৫০:০৬

হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথের শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানিগঞ্জে সরিয়ে নেয়ার পর ফাঁকা জায়গায় হল নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে জগন্নাথের শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে টানা কর্মসূচি পালন করে আসা শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে শুক্রবার সব সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
তার আগের দিনই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করেন একদল ছাত্র-ছাত্রী। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সামান্তা শারমিন। উপস্থিত ছিলেন, ফারহান শাহরিয়ার পুলক, জাকারিয়া হোসাইন অনিমেষ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জগন্নাথের শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সংসদ কার্যকর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়া মেট্রোরেলের রুট পরিবর্তন, বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি বাতিলের দাবি জানানো হয়।
ঢাকাটাইমস/২৫আগস্ট/ডব্লিউবি