ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মোস্তাকিম নামে ছাত্রদল কর্মীর দোকানে ভাঙচুর করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্র্মীরা।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মোস্তাকিম কম্পিউটারসে ভাঙচুর করেন তারা।
সকাল ৭টায় প্রধান ফটক থেকে শেখপাড়া পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলে অংশগ্রহণের অভিযোগ এনে মোস্তাকিমের দোকানে ভাঙচুর চালায় ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের উপস্থিতিতেই ভাঙচুর হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
দোকানদার মোস্তাকিম বলেন, ‘আমার দোকানে কম্পিউটার, প্রিন্টার, ইলেক্ট্রনিক্স সামগ্রী, ডেক্সসহ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। যদি তাদের আমার সাথে শত্রুতা থাকে, তবে আমাকে মারতে পারে। আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাবে কেন? আমি থাকলে আমাকেও হয়তো তারা মারধর করত।’
শাখা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের সকল মিছিল মিটিংয়ের সিদ্ধান্ত মোস্তাকিমের দোকান থেকে নেয়া হয়। তার দোকানে ছাত্রদলের নেতাকর্মীরা বসে নাশকতার পরিকল্পনা করে। আমরা নাশকতাকারীদের ছাড় দেব না।’
(ঢাকাটাইমস/২৫ আগস্ট/প্রতিনিধি/এলএ)