logo ২১ এপ্রিল ২০২৫
সৌহার্দ্য-সম্প্রীতিতে রাবিতে জন্মাষ্টমী পালন
রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ আগস্ট, ২০১৬ ২১:০৮:২৫
image




আজকের দিনেই সনাতন ধর্মাবলম্বীদের ভগমান শ্রী কৃষ্ণ পৃথিবীতে অবতরণ করেছিলেন। শাস্ত্রীয় মতে তিনি মানুষে মানুষে শান্তি প্রতিষ্ঠার আহ্বান করেছিলেন। পৃথিবীবাসীকে দেখিয়েছিলেন ভালোবাসার এক অপূর্ব নিদর্শন। তার আগমনের এ দিনটিকে হিন্দু ধর্মাবলম্বীরা শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন।



প্রতিবছরের ন্যায় এ বছরও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হিন্দুধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সকল ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।



দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমীর উৎসব শুরু হয়। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে পূজার্চনা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আলোচনাসভা।



সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক বাড়িয়ে দেয়। তাই সকলের উচিত ধর্মীয় এসব অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা।



তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়ীক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতেন। যেখানে সবাই মিলেমিশে বসবাস করবে। কিন্তু চরমপন্থী ও ধর্মীয় উগ্রবাদীরা তা মেনে নিতে পারেনি। আজও তারা স্বক্রিয়ভাবে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমাদের সকল অশুভ শক্তিকে রুখে দেয়ার শপথ গ্রহণ করতে হবে।



এসময় অধ্যাপক ইমিরেটাস ড. অরুণ কুমার বসাক বলেন, সকল ধর্মের উদ্দেশ্য এক। সকল ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে একটা শান্তির দেশে পরিণত করি।



রাবির কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিখিল রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক বিশ্বজিৎ চন্দ। এখানে প্রধান আলোচক ছিলেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোমনাথ ভট্টাচার্য।



(ঢাকাটাইমস/২৫আগস্ট/প্রতিনিধি/ইএস)