logo ২০ এপ্রিল ২০২৫
‘কর ফাঁকির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩৭:১২
image



অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে সব নাগরিককে কর ফাঁকির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। কর প্রদানে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।






শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত আয়কর সচেতনতা কর্মশালা ও আয়কর রিটার্ন ফরম পূরণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।






ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর সদস্য (ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভিস্টেগেশন, কর) মীর মুস্তাক আলী, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ডিআরইউর অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল বক্তব্য দেন।






অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আয়কর রিটার্নের জন্য যে ফরম ব্যবহার করা হয় তা বেশ কঠিন। করদাতারা সহজে বুঝতে পারেন না। সরকার সহজ করতে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।






সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নতুন ভ্যাট আইন সম্পর্কে মানুষের মাঝে ধোঁয়াশা আছে। আপনাদের লিখনির মাধ্যমে তা পরিষ্কার করে তুলবেন। আপনারা কর দেবেন এবং অন্যদের কর প্রদানে উৎসাহিত করবেন।’






এনবিআর সদস্য মীর মুস্তাক আলী ডিআরইউর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজকের কর্মশালার মাধ্যমে কর বিষয়ে প্রচার বাড়বে। এতে মানুষ কর প্রদানে উৎসাহিত হবে এবং সফলতা অর্জন হবে।’






ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন বলেন, ‘আমরা সবাই কর দিতে চাই। এক্ষেত্রে এনবিআরকে মানবিক হতে হবে। বর্তমানে করমুক্ত আয়ের যে সীমা নির্ধারিত আছে, সেই আয়ে জীবন যাপন করা যায় কি না তা এনবিআরকে বিবেচনা করতে হবে।’






গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষ কেন কর দিতে চায় না, এ বিষয়ে জানতে এনবিআরের গবেষণা সেল উন্নত করা উচিত। একই সঙ্গে এনবিআরের নীতি গ্রহণ সহজ করা দরকার। যাতে সহজে এবং দ্রুত নীতি গ্রহণ করা যায়।’






উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউর যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহ্দি আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ওসমান গনি বাবুল, শেখ মাহমুদ প্রমুখ এ রিয়াত উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/জেবি)