logo ২০ এপ্রিল ২০২৫
রানার অটোমোবাইলসের সঙ্গে ফস্টার পেমেন্টসের চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪২:০৮
image



রানার অটোমোবাইলস লি. এবং ফস্টার পেমেন্টস-এর দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে।






শনিবার রাজধানীর তেজগাঁও রানার গ্রুপের প্রধান কার্যালয়ে এই যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ফস্টার পেমেন্টস-এর ব্যবস্থপনা পরিচালক জামান বাহাদুর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি সই করেন।






রানার গ্রুপের সহ-মহাব্যবস্থাপক, (মিডিয়া) ওয়াহিদ মুরাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।






অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস্ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মুকেশ শর্মাসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।






এই চুক্তির মাধ্যমে রানার অটোমোবাইলস্ লিমিটেড তার সব মোটরসাইকেল ও স্পেয়ার পার্টস ফস্টার পেমেন্টস-এর অনলাইনের গেটওয়ের মাধ্যমে তার ক্রেতার কাছে দ্রুত পৌঁছে দেয়া জন্য অঙ্গীকারবদ্ধ হয়।






এখন থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতারা রানার মোটরসাইকেল কিনতে পারবেন।  বাংলাদেশে অনলাইন সাবস্ক্রাইবারের সংখ্যা ছয় কোটি এবং দেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ অনলাইনে কেনাকাটা করেন।






(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এইচআর/জেবি)