পাঁচ সৃজনশীল গুরুর পরিচালনায় কমিউনিকেশন সামিট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১৯:৩৭

উদ্ভাবনী ধারণার শক্তিকে উদযাপন স্লোগান নিয়ে বাংলাদেশ ব্রান্ড ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কমিউনিকেশন সামিটের ষষ্ঠ আসর। শনিবার রাজধানীর একটি হোটেলে এ সামিট অনুষ্ঠিত হয়।
সৃজনশীল এ পেশার সঙ্গে যুক্ত প্রায় ৩৫০জন পেশাজীবীর উপস্থিতিতে দিনব্যাপী এ অনুষ্ঠানে পাঁচজন সৃজনশীল গুরু তাদের বক্তব্য উপস্থাপন করেন।
সামিটে বিজ্ঞাপনী সংস্থা, সৃজনশীল ধারণার আদান-প্রদানকারী বিভিন্ন কোম্পানি ও পেশাজীবীদের একটি অভিন্ন প্লাটফরম প্রদানের মাধ্যমে বিজ্ঞাপনভিত্তিক নিত্যনতুন ধারণা ও কর্মপ্রণালী নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের পলিসি উপদেষ্টা আনির চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রায় ১০০ ধরনের সেবা পাচ্ছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিযোগ নিয়ে তা তাৎক্ষণিক সমাধান করা হচ্ছে। দেশের সব জেলা প্রশাসকই তা চর্চা করছেন।
ব্রান্ডিং বিষয়ে তিনি বলেন, ব্রান্ডিংয়ের জন্য কোনো লোগো কিংবা কালার লাগে না। জনগণ সেবাটাই চায়। জনগণের সেবাই বাংলাদেশের ব্রান্ড।
বিটপি লিও বার্নেটের চিফ অপারেটিং অফিসার মিথুন রায় বলেন, সমাজ পরিবর্তনের জন্য পাওয়ারফুল আইডিয়া গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে মানুষ তার অবস্থার পরিবর্তন করা হবে।
ব্রান্ডিংয়ে সামাজিক এবং ডিজিটাল মিডিয়ার গুরুত্ব তুলে ধরে সল্ট ব্রান্ড কমিউনিকেশনের সাবেক ন্যাশনাল ক্রিয়েটিভ ডিরেক্টর অরুণ দিবাকরণ বলেন, আইডিয়া জেনারেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো থেকে আমরা উপকৃত হয়। ডিজিটাল ব্রান্ডিংয়ের ক্ষেত্রে এসব মিডিয়া থেকে আমরা প্রচারের আইডিয়া গ্রহণ করতে পারি।
এবারের কমিনিউকেশন সামিটে সহযোগী ও মিডিয়া পার্টনার ছিল যথাক্রমে কান্স লায়ন্স এবং দ্যা ডেইলি স্টার। এছাড়াও অন্যান্য স্পন্সর ও পার্টনাররা হচ্ছে ইভেন্ট পার্টনার - লা মেরিডিয়ান ঢাকা, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স - রোরিং লায়ন্স, নলেজ পার্টনার - এমএসবি, টিভি পার্টনার - গাজী টিভি, আইটি পার্টনার - আমরা এবং জনসংযোগ পার্টনারের দায়িত্ব পালন করেছে মাস্টহেড পিআর। এ ছাড়া ওয়েবেবল ডিজিটাল হয়েছে সোশ্যাল মিডিয়া পার্টনার এবং ভিজ্যুয়াল পার্টনার হিসেবে ছিল আতশ।
(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/টিএ/জেবি)