ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি শেষ হচ্ছে কাল
ঢাবি প্রতনিধি, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:২৩:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন আগামীকাল ৭ সেপ্টেম্বর রাত ১২টায় শেষ হচ্ছে।
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তিইচ্ছুদের একথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
ব্যাংক সার্ভিসচার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশতপঞ্চাশ) টাকা জমা দেয়ার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৬।
প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ‘খ’ ও ‘চ’ ইউনিট ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ও
`ক, `গ, `ঘ’ ইউনিট ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১ অক্টোবর ২০১৬ শনিবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গত ২২ আগস্ট ২০১৬ সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।
(ঢাকাটাইমস/ ০৬ সেপ্টেম্বর/ প্রতিনিধি/ এআর /ঘ.)