logo ২০ এপ্রিল ২০২৫
স্রোতের টানে পদ্মায় ডুবে ঢাবির দুই ছাত্রের মৃত্যু
দোহার প্রতিনিধি, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৮:০৭
image



পদ্মার স্রোতে হারিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যায়ের দুই ছাত্র। ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় আবরার তাজুয়ার নির্ঝর (১৮) ও আহমেদ হাসান (২০) নামে দুই শিক্ষার্থী। তারা দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। পরে ফায়ার সার্ভিস দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে।






আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার মৈনটঘাট এলাকায় সহপাঠীরা মিলে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে হারিয়ে যায় তারা।






নিখোঁজ আবরার তাজুয়ার নির্ঝর ঢাকার উত্তরা ও আহমেদ হাসান সাইন্সল্যাব এলাকার বাসিন্দা বলে জানা গেছে।






সহপাঠীরা জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তারা ১৪জন নদীতে গোসল করতে নামে এবং প্রবল স্রোত বইছিল। স্রোতের সঙ্গে নিজেদের ধরে রাখতে না পেরে তারা হারিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউএনও কেএম আল-আমীন, ওসি সিরাজুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। ডুবুরি দল অভিযান চালিয়ে সন্ধ্যার একটু আগে তাদের লাশ উদ্ধার করে।






(ঢাকাটাইমস/০৬ সেপ্টেম্বর/প্রতিনিধি/এআর/ঘ.)