logo ১৫ মে ২০২৫
১২ দিনের ছুটিতে রাবি
রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩২:১৭
image




পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার থেকে ১২ দিনের ছুটি শুরু হচ্ছে। এ ছুটি চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।



মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাবির সকল ক্লাস বন্ধ থাকবে। ১৯ সেপ্টেম্বর আবার ক্লাসসমূহ শুরু হবে। এছাড়া ১০ থেকে ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।



হল বন্ধের ব্যাপারে তিনি বলেন, ৮ সেপ্টেম্বর বিকাল তিনটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে হবে। আর ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় হলগুলো আবার খুলে দেয়া হবে।



(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)