পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছুটি শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে। এ ছুটি চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের ছুটিকালে রুয়েটে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি শাখাগুলোতে বিশেষ ব্যবস্থায় কর্মকা- চলবে।
আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে। সকল বিভাগের ক্লাসসমূহও এদিন থেকেই শুরু হবে।
(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)