logo ২০ এপ্রিল ২০২৫
জাবি ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ
জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫০:০৪
image




শুটিং চলাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে এক নাট্যকর্মীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।



অভিযুক্ত সঞ্জয় ঘোষ শাখা ছাত্রলীগের কর্মী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। তার সঙ্গে এমদাদুল হাসান নামে বহিরাগত এক ছাত্র ছিলেন। যিনি আ ফ ম কালামউদ্দিন হলে অবৈধভাবে থাকতেন।



কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জহির রায়হান চলচ্চিত্র সংসদের শুটিং চলছিল। বিকাল সাড়ে তিনটার দিকে সঞ্জয় ঘোষ ও এমদাদসহ আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে শুটিং দেখতে যান। বিরতির সময় সঞ্জয় ও এমদাদুল এক নাট্যকর্মীকে উদ্দেশ্যে করে অশ্লীল মন্তব্য করেন। পরে ওই ছাত্রী শুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি অবহিত করে।



বিষয়টি জানাজানি হলে রাকিব নামে এক শিক্ষার্থী এর কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে হুমকি দেন এবং মারতে যান।



এ বিষয়ে জানতে চাইলে সঞ্জয় ঘোষকে একাধিকবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত এমদাদুল হাসান বলেন, ‘ইভটিজিংয়ের কোনো ঘটনা ঘটেনি। সেখানে কিসের শুটিং চলছিল আমরা তা জানতে চেয়েছিলাম।’



এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা সাংবাদিকদের  বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’



(ঢাকাটাইমস/ ৬সেপ্টেম্বর/ প্রতিনিধি/এমআর)