শেকৃবিতে ১৩ দিনের ঈদ ছুটি
শেকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১১:২৩
রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে বুধবার। টানা ১৩ দিনের ছুটি শেষে আগামী ২০ সেপ্টেম্বর খুলবে শেকৃবি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
ঈদ আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়েছেন। ফলে ক্যাম্পাস ও আবাসিক হলগুলো প্রায় ফাঁকা হয়ে পড়েছে।
আবাসিক হলগুলোর প্রভোস্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদের হলগুলো আগের মতোই খোলা থাকবে। তবে ছাত্রী হলগুলো বন্ধ থাকবে।
(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)