logo ১৭ মে ২০২৫
হারমনি অব দ্য সিসে দুর্ঘটনায় নাবিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০২:২১
image



বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী ‘হারমনি অব দ্য সিস’-এ এক দুর্ঘটনায় এক নাবিক নিহত এবং চারজন আহত হয়েছেন। ইতালির মার্সেই বন্দরে নোঙ্গর করা ক্রুজ লাইনারটিতে নিরাপত্তা প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।






বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার লাইনারটির পঞ্চম তলার ডেক থেকে একটি লাইফবোট বিচ্ছিন্ন হয়ে ১০ মিটার (৩৩ ফুট) নিচে পানিতে পড়ে যায়। এতে ৪২ বছর বয়সী ফিলিপিনো ঐ নাবিকের মৃত্যু হয়। তিনিসহ লাইফবোটটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। আহত চারজনের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই চারজনের মধ্যে তিনজন ফিলিপিনো ও অপরজন ভারতীয়।






৩৬২ মিটার দীর্ঘ ‘হারমনি অব দ্য সিস’ চারটি ফুটবল মাঠের সমান। এ জাহাজটিতে একসঙ্গে আট হাজার যাত্রী ও ক্রু সদস্য অবস্থান করতে পারে।






২৫ তলা ভবনের চেয়ে উঁচু এই ক্রুইজটির লাইনারটি চলতি বছরের মে থেকে কার্যক্রম শুরু করে। জাহাজটিতে ২০টি রেঁস্তোরা, ২৩টি সুইমিংপুল, একটি নাট্যশালা ও একটি ক্যাসিনো আছে।






(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসআই)