logo ০৬ মে ২০২৫
জাপানে আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৮:২৫
image



জাপানে সক্রিয় আগ্নেয়গিরিগুলো মধ্যে একটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে। সর্বশেষ ৩০ বছর আগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সাকুরাজিমা আগ্নেয়গিরিটিতে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, অগ্ন্যুতপাত ঘটানোর মত যথেষ্ট লাভা সঞ্চয় করে ফেলেছে এটি। খবর বিবিসির।






ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, জাপানের কিয়ুসু দ্বীপে অবস্থিত সাকুরাজিমা আগ্নেয়গিরিটি পুরো দ্বীপের জন্যই ‘ক্রমবর্ধমান হুমকি’ হয়ে দাঁড়াচ্ছে।






বিবিসির খবরে বলা হয়, সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সাকুরাজিমার দূরত্ব ৪৯ কিলোমিটার। কাগোশিমা শহরের খুব কাছেই আগ্নেয়গিরিটির অবস্থান। শহরটিতে প্রায় ছয় লাখ মানুষ বসবাস করে।






১৯১৪ সালে সাকুরাজিমাতে ভয়াবহ লাভা নির্গমনের ঘটনা ঘটে। এতে ৫৮ জন নিহত হন।






জাপানে বিভিন্ন দ্বীপে ১০০টির মত আগ্নেয়গিরি রয়েছে। সাকুরাজিমা নিয়মিত ছাই নির্গত করে। এখানে প্রতি বছরই কয়েক বার ছোটখাটো বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ লাভা উদগীরণ করেছিল আগ্নেয়গিরিটি।






(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসআই)