ব্যাগে গরুর মাংস ছিল তাই...
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৯:০০

ভারতের পশ্চিমবঙ্গে গরুর মাংস বহন করার অভিযোগে মা ও ছেলেকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় সনডালিয়া রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
২৬ বছর বয়সী মঞ্জিলা বিবি জানান, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর লোকজন তাকে এবং তার পাঁচ বছর বয়সী ছেলেকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। ট্রেনটি শিয়ালদহ থেকে থেকে হাওড়া যাচ্ছিল।
মঞ্জিলা বিবি তার চার বছরের কন্যা শিশু ও দুই আত্মীয়সহ ট্রেনে করে আসছিলেন। কন্যা শিশুটি এবং মাংসের ব্যাগ ট্রেনে রয়ে গেছে।
এই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে সনডালিয়া স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ ওই নারীকে ট্রেন থেকে নামিয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
শিয়ালদহের জ্যেষ্ঠ বিভাগীয় নিরাপত্তা কমিশনার আশীষ জানান, ঐ নারী লোকাল ট্রেনটির লেডিস কম্পার্টমেন্টে ছিলেন। তার সহযাত্রীরা মাংস বহনে আপত্তি জানায়। তাই দুজন রেলওয়ে নিরাপত্তা রক্ষী তাকে সনডালিয়া স্টেশনে নেমে যেতে বলেন। পরে ওই নারী স্টেশনে নেমে যায়। তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয়েছে বলে হট্টগোল শুরু করে।
মঞ্জিলা বিবি জানান, তার পরিবার গরিব। কোরবানি গরুর মাংস সংগ্রহ করতে তিনি হাওড়া থেকে সনডালিয়া এসেছিলেন।
পুলিশ ওই নারী এবং তার ছেলেকে হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। আর ট্রেনে রয়ে যাওয়া কন্যা শিশুটির সন্ধানে এই রুটের সব রেলওয়ে স্টেশনে বার্তা পৌঁছানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসআই)