logo ০৬ মে ২০২৫
২০টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩১:৪৯
image



উত্তর কোরিয়ায় যে পরিমাণ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম মজুদ আছে তাতে বছর শেষে প্রায় ২০টি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে বলে মতামত দিয়েছেন অস্ত্র বিশারদরা। খবর আল-জাজিরার।






বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসাবে দুটি শক্তিশালী মার্কিন বোমারু বিমান পাঠানোর পর উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে। অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কোরীয় উপদ্বীপকে ‘বিস্ফোরণের মুখ’ করতে চাইছে। এই অভিযোগের পর পরই উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই ২০ পারমানবিক বোমা তৈরির সক্ষমতা সম্পর্কে খবর প্রকাশিত হয়।






মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার আকাশে যুক্তরাষ্ট্র সুপারসনিক বি-১বি বোমারু বিমান উড্ডয়নের পর পরই এমন অভিযোগ করা হয়। যুক্তরাষ্ট্র বলেছে, মিত্র দেশগুলোকে রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। গত সপ্তাহে উত্তর কোরিয়া পঞ্চম বারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ এভাবে উত্তর কোরিয়াকে ভয় দেখানোর এই পদক্ষে নিলো ধারণা করা হচ্ছে। এর পরই অস্ত্র বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা বানানোর সক্ষমতার বিষয়ে এমন তথ্য হাজির করে।






অস্ত্র বিশেষজ্ঞরা বলেছেন, গত এক দশক ধরে জাতিসংঘ নিষেধাজ্ঞা অমান্য করে ইউরেনিয়াম সমৃদ্ধ করে চলছে উত্তর কোরিয়া। তারা কার্যকরভাবে স্বয়ংক্রিয় পরমাণু কর্মসূচি চালাতে সক্ষম। এতে বছরে ছয়টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম উত্তর কোরিয়া।






আল-জাজিরা জানায়, বিচ্ছিন্ন ও গোপনীয়তা রক্ষাকারী একটি দেশের প্রকৃত পারমাণবিক সক্ষমতা নির্ণয় করা সম্ভব নয়।






দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়া আবার পারমাণবিক বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এতে বুঝা যায়, তাদের পারমাণবিক বোমা তৈরির কাঁচামালের ঘাটতি নেই।






বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুদ আছে। গত এক দশকের বেশি সময় ধরে এসব ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরিতে উত্তর কোরিয়ায় একটি প্রকল্প পরিচালনা করছে।






উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রমের শীর্ষ বিশেষজ্ঞ সিগফ্রাইড হেকার বলেন, ‘তাদের এই প্রকল্প খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। খুব সম্ভব তারা বছরে ১৫০ কেজি ইউরেনিয়াম মজুত করছে।’






(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসআই/এআর/ঘ.)