logo ০৬ মে ২০২৫
সুস্থ আছেন হিলারি
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫৫:১৬
image



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের জন্য ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন শারীরিকভাবে `সুস্থ ও কর্মক্ষম’ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক। হিলারির প্রচারণা বিভাগ থেকে তার চিকিৎসার সর্বশেষ তথ্য দিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। খবর বিবিসির।






বিৃবতিতে বলা হয়, ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী নিউমোনিয়া থেকে দ্রুত সেরে উঠছেন।






একটি মেডিক্যাল চ্যাট শো’তে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করার পর হিলারির স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করা হয়।






হিলারির সহযোগীরা জানিয়েছেন, বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন তিনি।






শুক্রবার হিলারির নিউমোনিয়া ধরা পড়ে। তখন এ তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু রবিবার নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার ১৫তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে হিলারির অসুস্থতার খবর প্রকাশ পায়।






চিকিৎসক লিসা বারডক বলেন, ‘অ্যান্টিবায়োটিক ও বিশ্রামের কল্যাণে হিলারি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’






প্রচারণা শিবির জানিয়েছে, শুক্রবার করা চেস্ট স্ক্যানে হিলারির ‘মৃদু, অসংক্রামক ব্যাক্টেরিয়াল নিউমোনিয়া’ ধরা পড়ে।






বর্তমানে তিনি তার নিউইয়র্কের বাড়িতে বিশ্রামে আছেন। তাকে লেভাকুয়িন নামের অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে ও ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসআই)