যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন দেয়ার ঘটনায় একজন গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৩:৪১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের একটি মসজিদে আগুন দেয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। খবর বিবিসির।
পুলিশ জানায়, বুধবার গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ইসলাম-বিরোধী একাধিক পোস্ট দিয়েছেন। ঘৃণা ছড়ানো বা ‘হেট ক্রাইম’ অপরাধের কারণে গ্রেপ্তারকৃত জোসেফ মাইকেল সিরেইবারের ৩০ বছর কারাদণ্ড হতে পারে।
ফ্লোরিডার অরল্যান্ডোর নৈশক্লাবে যেই ব্যক্তি গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছিলেন, সেই ওমর মতিন ফোর্ট পিয়ার্স শহরের ওই মসজিদটিতে নামাজ পড়তেন বলে জানিয়েছে পুলিশ।
জুনে অরল্যান্ডোর সমকামীদের ওই নৈশক্লাবে মতিনের নির্বিচার গুলিবর্ষণে ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছিলেন। ঘটনার শেষ পর্যায়ে পুলিশের গুলিতে মতিনও নিহত হন। এখান থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আটলান্টিক মহাসাগরের তীরে ফোর্ট পিয়ার্স শহরটি অবস্থিত।
সোমবার শহরটির ওই মসজিদটিতে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত কেউ। এতে ইসলামিক সেন্টার নামের মসজিদটির ব্যাপক ক্ষতি হয়। ফোর্ট পিয়ার্সের মসজিদে আগুন লাগানোর জন্য সেরেইবারকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার দিনের শুরুতে প্রায় রাত সাড়ে ১২টার দিকে মসজিদটিতে লাগানো আগুন ছড়িয়ে পড়ে। এদিন যুক্তরাষ্ট্রজুড়ে ঈদুল আজহা পালিত হওয়ার দিন ছিল। ঘটনা ঘটার পরপরই কর্তৃপক্ষ এটিকে একটি হামলা হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করে। ঘটনার সময় মসজিদটির ভিতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসআই)