বালি দ্বীপে পর্যটকদের নৌকায় বিস্ফোরণ, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৫:৩৫

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পর্যটকবাহী একটি নৌযান বিস্ফোরণে দুই বিদেশি নিহত ও ১৪ জন যাত্রী আহত হয়েছেন। নিহতদের একজন জার্মানির নাগরিক বলে জানা গেছে। তবে অন্য জনের পরিচয় এখনো জানা যায়নি। খবর বিবিসির।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন। নৌযানটিতে কমপক্ষে ৩০ জন আরোহী ছিল। এদের মধ্যে চার জন ক্রু ছিল।
কর্তৃপক্ষ জানায়, নৌযানটির জ্বালনি ট্যাঙ্কের কাছে শর্ট সার্কিট দেখা দিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
অ্যাডজুসেন্ট সিনিয়র কমিশনার সুগেং সুদারসো বলেন, গিলি ক্যাট ২ নামের ওই নৌযানটি বালির পূর্বাঞ্চলীয় শহর পাদাং বাই বন্দর থেকে রওনা দিয়ে লমবোক উপকূলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বন্দর থেকে রওনা হয়ে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করার পরই নৌকায় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় হতাহতদের বালির ডেনপাসার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ইন্দোনেশিয়ায় নৌ নিরাপত্তা ব্যবস্থার রেকর্ড ভালো নয়। প্রায় সময়ই এখানে নৌ দুর্ঘটনা ঘটে থাকে। পর্যটকবাহী নৌকাটিতে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল এবং আয়ারল্যান্ডের যাত্রী ছিল।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসআই)