logo ২০ এপ্রিল ২০২৫
মাহমুদুর রহমানের জামিন স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫০:০০
image



প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যা ষড়যন্ত্র মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।






রবিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত করে  আদেশ দেন।






রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী।  






এর আগে গত ৭ সেপ্টেম্বর এ মামলায় জামিনের প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহমুদুর রহমানকে জামিন দেন।






জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণের লক্ষে’ তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় দেশটির আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড হয়। সেই রায়কে কেন্দ্র করে ঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। পরে মাহমুদুর রহমানকেও এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শফিক রেহমান বর্তমানে উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়েছেন।






আদালত সূত্র জানায়, বিভিন্ন আইনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারেই আছেন।






(ঢাকাটাইমস/ ১৮ সেপ্টেম্বর/ এমএবি/ জেডএ)