logo ২০ এপ্রিল ২০২৫
পাঁচ মামলায় রিজভীর জামিন বহাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০১:০০
image



নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।






আজ রবিবার রিজভীর জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন। ফলে রিজভীর জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।






এর আগে গত ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুহুল কবীর রিজভীকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।






আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরীন।






আইনজীবী সগীর হোসেন লিওন পরে সাংবাদিকদের জানান, রিজভীর বিরুদ্ধে রমনা থানায় আরো একটি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।






তিনি জানান, ২০১৩ ও ২০১৫ সালে রাজধানীর পল্লবী, মতিঝিল, রমনা ও খিলগাও  থানায় রিজভীর নামে এসব মামলা হয়। এই পাঁচ মামলায় গত ১৮ আগস্ট আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন রিজভী। তার জামিন নাকচ করে ঢাকা মহানগর দায়রা জজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন।  বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।






(ঢাকাটাইমস/ ১৮ সেপ্টেম্বর/ এমএবি/ জেডএ)