logo ২০ এপ্রিল ২০২৫
মানবতাবিরোধী অপরাধ
ময়মনসিংহের আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫১:৫৯
image



একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছার রেজাউল করিমসহ আট  রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রবিবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ দাখিল করেন। আগামী ১৭ অক্টোবর এ বিষয়ে আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।






আট আসামির মধ্যে চারজন আটক রয়েছেন। এরা হলেন- রেজাউল করিম, এবিএম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক।






পলাতক চার আসামি হলেন, মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল, কাজী বদরুজ্জামান।






আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাট, অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে।






আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউর আবুল কালাম আজাদ। তিনি জানান, গত ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ফরমাল চার্জ দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর  দিন ধার্য করেন আদালত।






(ঢাকাটাইমস/ ১৮ সেপ্টেম্বর/এমএবি/ জেডএ)