logo ২০ এপ্রিল ২০২৫
রানা প্লাজা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৪:০৭
image



সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে কয়েকজন আসামির হাইকোর্টে করা আবেদনের প্রেক্ষিতে ১৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন আদালত।






রবিবার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য তারিখে আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ তারিখ ধার্য করেন।






গত ১৮ জুলাই ভবন মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই আদেশের বিরুদ্ধে কয়েকজন আসামি হাইকোর্টে আবেদন করেন।






৪১ আসামির মধ্যে মো. শাহ আলম ওরফে মিঠু, মো. আবুল হাসান ও সৈয়দ শফিকুল ইসলাম জনির বিরুদ্ধে আসামি সোহেল রানাকে পলাতে সহযোগিতার জন্য দণ্ডবিধির ২১২ ধারায় এবং অপর ৩৮ আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগে চার্জগঠন করা হয়।






হত্যা মামলাটিতে অভিযোগভূক্ত আসামিরা হলেন, ভবন মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক ওরফে কুলু খালেক, সাভার পৌর মেয়র আলহাজ রেফাত উল্লাহ, কাউন্সিলর মোহাম্মাদ আলী খান, প্রকৌশলী রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, নিউওয়েব বাটন লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান, নিউওয়েব স্টাইপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান তাপস, ইতার টেক্সটাইলের চেয়ারম্যান আনিসুর রহমান ওরফে আনিসুজ্জামান, আমিনুল ইসলাম, সাইট ইঞ্জিানয়ার মো. সারোয়ার কামাল, আবু বক্কর সিদ্দিক, মো. মধু, অনিল দাস, মো. শাহ আলম ওরফে মিঠু, মো. আবুল হাসান, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কমকর্তা উত্তম কুমার রায়, সোহেল রানার মা মর্জিনা বেগম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের সাবেক উপ-প্রধান পরিদর্শক মো. আব্দুস সামাদ, উপ-প্রধান পরিদর্শক মো. জামশেদুর রহমান, উপ-প্রধান পরিদর্শক বেলায়েত হোসেন, পরিদর্শক প্রকৌশল মো. ইউসুফ আলী, পরিদর্শক প্রকৌশল মো. মহিদুল ইসলাম, ইমারত পরিদর্শক মো. আওলাদ হোসেন, ইতার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস, মো. শফিকুল ইসলাম ভূইয়া, মনোয়ার হোসেন বিপ্লব, মো. আতাউর রহমান, মো. আব্দুস সালাম, বিদ্যুৎ মিয়া, সৈয়দ শফিকুল ইসলাম জনি, রেজাউল ইসলাম, নান্টু কন্ট্রাকটার, মো. আব্দুল হামিদ, আব্দুল মজিদ, মো. আমিনুল ইসলাম, নয়ন মিয়া, মো. ইউসুফ আলী ও মাহবুল আলম।






২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসের পর ১ হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যায়। আহত হয় ১ হাজার ১৭০ জন।






ওই ঘটনায় করা একটি হত্যা মামলায় ২০১৫ সালের ১ জুন ৪১জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর।






(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/আরজে/এমআর)