logo ০৪ এপ্রিল ২০২৫
মৌলভীবাজারে গৃহবধূর লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৯:৫৪
image




মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়ন থেকে বেলা বেগম  নামে এক গৃহবধূর লাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী আজগর মিয়াকে আটক করা হয়েছে।



মঙ্গলবার  সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ঘরগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।



স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে সকালে বাড়ির পেছনে একটি বাংলা ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।



রাজনগর থানার উপ-পরিদশক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আজগর মিয়াকে আটক করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।



(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)