logo ১১ এপ্রিল ২০২৫
বোয়ালখালীতে গোপন বৈঠকের সময় পাঁচ নারী আটক
বোয়ালখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০৭:৪৭
image



চট্টগ্রামের বোয়ালখালীতে গোপন বৈঠকের সময় বিপুল পরিমাণ ‘জিহাদি’ বইসহ পাঁচ নারীকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।






জানা যায়, বোয়ালখালী পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ছমদ আলী বলীর বাড়িতে গোপন বৈঠকের সংবাদ পেয়ে অভিযান চালায় বোয়ালখালী থানা পুলিশ। অভিযানকালে স্থানীয়দের সহায়তায় পাঁচ মহিলাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিপুল পরিমাণ ‘জিহাদি’ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোয়ালখালী শহর সাথী শাখার একটি ব্যানার এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।






তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈঠকের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি আটককৃতরা।






আটককৃতদের মধ্যে শাহানাজ আক্তার (২৩) এর বসতঘরে দীর্ঘদিন ধরে চলে আসা মাসিক বৈঠকের অংশ হিসেবে এ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে দুইজন চকরিয়ার বাসিন্দা এবং তারা চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। একজন কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী। আরেকজন উপজেলা শাকপুরা এলাকার বাসিন্দা এবং শাকপুরা দারুচ্ছান্নাহ মাদরাসা থেকে এবার আলিম পাস করেছেন। 






খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একে.এম.এমরান ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






এ ব্যাপারে জানতে চাইলে এ.কে.এম.এমরান ভূঁইয়া তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে, পরে প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে বলে জানান। 






(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)