রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর তৌহিদুজ্জামান বদের (৪০) নামের এক ভূমি সার্ভেয়ারের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গল দুপুরে উপজেলার দৌলতদিয়া হাইস্কুল সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া গ্রামের গেন্দু ব্যাপারী পাড়ার মৃত রোকনউদ্দিন বেপারীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, তৌহিদুজ্জামানের স্ত্রী আফরোজা বেগম গত শনিবার তাঁর স্বামীর নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির পর থেকেই থানা পুলিশ তার সন্ধান করতে থাকে। অবশেষে আজ দুপুরের দিকে গোয়ালন্দ হাইস্কুল সংলগ্ন একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতের নাভির পাশে চাকু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। খুনীদের চিিহ্নত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)