logo ০৪ এপ্রিল ২০২৫
নীলফামারীতে নববধূর আত্মহত্যা
নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৩:৫৩
image




নীলফামারীতে বিয়েতে প্রতারিত হয়ে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত নববধূ হলেন লাকী বেগম।



তিনি ডোমার উপজেলার সোনারায় খন্দকার পাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার সোনারায় ইউনিয়নের কৈগিলা গ্রামের আব্দুলাহ এর স্ত্রী। তাদের ৩ মাস পূর্বে বিয়ে হয়েছে।



মঙ্গলবার সকালে তার বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।



এলাকাবাসী জানায়, গত ৩ মাস আগে লাকী বেগমের বিয়ে হয়। বিয়ের পর লাকী জানতে পারে তার স্বামীর পূর্বের স্ত্রী আছে। প্রতারক আব্দুলাহ তা গোপন করে লাকীকে বিয়ে করে। তাছাড়া তার স্বামী কখনোই লাকীকে তার বাড়িতেও নিয়ে যায়নি। সে থেকে লাকী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে বিয়ের পর হতেই লাকী মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ঘটনার দিন মঙ্গলবার সকালে বাবার বাড়িতে নিজ শোয়ার ঘরে বিষপানে লাকী আত্মহত্যা করেন।



(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)