logo ১১ এপ্রিল ২০২৫
বেনাপোলে শিশুসহ ১৩ জন নারী-পুরুষ আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৪:৫৫
image




অনুপ্রবেশের অভিযোগে বেনাপোলের শিকড়ী বটতলা থেকে শিশুসহ ১৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।



মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুটখালী সীমান্ত পার হয়ে শিকড়ী বটতলা এলে তাদের আটক করা হয়।



আটকরা হলো- আব্দুস সাত্তার, জাহাতাপ বিশ্বাস, টুটুল বিশ্বাস, তার ছেলে বিরাজ ও সুমন, সুবলা, তাছলিমা, তার ছেলে রাজ্জাক, সাহানা, জোসনা, তহমিনা, রিনা ও ফরিদা বেগম। এদের বাড়ি যশোর, নড়াইল ও ভোলা জেলার বিভিন্ন অঞ্চলে।



২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আব্দুল্লাহিল ওয়াফি জানান, টহল দলের বিজিবি সদস্যরা দেখতে পান পুটখালী গ্রামের দিক থেকে নারী-পুরুষ ও শিশুদের একটি দল অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম বেনাপোলের শিকড়ী বটতলা হয়ে যশোরের দিকে যাচ্ছে। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে।



বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, বিজিবি সদস্যরা অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে শিশুসহ ১৩ জন নারী-পুরুষকে থানায় সোপর্দ করেছে এবং তাদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।



(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)