logo ১১ এপ্রিল ২০২৫
চট্টগ্রামে উদ্ধার অস্ত্র জঙ্গি তৎপরতায় ব্যবহৃত হতো
চট্টগ্রাম ব্যুারো চিফ, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১২:০৬
image




চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনিতে সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করা অস্ত্র-শস্ত্র জঙ্গি তৎপরতায় ব্যবহৃত হতো বলে জানিয়েছেন পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একে-২২ রাইফেলও রয়েছে। পুলিশ বলছে, আটক দুই ব্যক্তির সঙ্গে জঙ্গিদের কানেকশন ছিল। এ ব্যাপারে নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।



অভিযানের এক পর্যায়ে বিকাল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি আটক দুই ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেননি। যথাসময়ে তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।



অভিযান সম্পর্কে র‌্যাবের অধিনায়ক আরও বলেন, একে-২২ ছাড়াও অভিযানে ১টি একে টুয়েন্টি টু রাইফেল, ১টি বন্দুক, ২টি ম্যাগজিন ও ১৬টি ফায়ার ফ্ল্যাক্সসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষ হয়নি।



তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এ বাস্তুহারা কলোনিতে অভিযান শুরু করে। এতে বিপুল পরিমাণ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুই ব্যক্তির সাথে জেএমবির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।



উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র জঙ্গি তৎপরতায় ব্যবহারের জন্য কলোনিতে মজুদ করা হয়েছে জানিয়ে অধিনায়ক বলেন, অস্ত্রগুলো জঙ্গিদের ব্যবহৃত অস্ত্রের সাথে মিল রয়েছে। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলেও মনে করছে র‌্যাব।







(ঢাকাটাইমস/ ২৭ সেপ্টেম্বর/ আইখ/ এআর/ঘ.)







চট্টগ্রামে বস্তি থেকে স্বয়ংক্রিয় রাইফেল ও এসএমজি উদ্ধার