logo ১১ এপ্রিল ২০২৫
মির্জাপুরে সাংস্কৃতিক সন্ধ্যায় মেয়র-এসিল্যান্ডকে বরণ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২০:৫২
image



টাঙ্গাইলের মির্জাপুরে মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত মুক্তির মঞ্চে উপজেলা শিল্পকলা অ্যাকাডেমি ও অফিসার্স ক্লাব যৌথভাবে এর আয়োজন করে।






অনুষ্ঠানে মির্জাপুরে উপজেলা সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন ও মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেনকে বরণ করে নেয়া হয়।






অনুষ্ঠানে মির্জাপুর শিল্পকলার শিল্পীরা ছাড়াও ঢাকা ও টাঙ্গাইল থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। 






এ সময় টাঙ্গাইলের এনডিসি আব্দুর রহিম সুজন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ, পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 






(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)