logo ১১ এপ্রিল ২০২৫
মানিকগঞ্জে প্রতিমার গায়ে রংতুলির আঁচড়
মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২৯:৩৯
image




হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে মানিকগঞ্জে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন পুরোদমে চলছে রংতুলির আঁচড়ে শিল্পনৈপুণ্য ফুটিয়ে তোলার কাজ।



এদিকে পূজা উৎসবকে ঘিরে মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।



মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ৭ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা শুরু হবে। আনন্দে মেতে উঠবে হিন্দু সম্প্রদায়ের সব শ্রেণির মানুষ।



এ জন্য পূজা মণ্ডপগুলোতে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। দুর্গা, গনেশ, স্বরস্বর্তী, লক্ষ্মী, উশুর ও সিংহ তৈরির কাজ শেষ করে এখন রংতুলির আঁচরে নৈপুণ্য ফুটিয়ে তোলার কাজ করছেন।



জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৪৬৫টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। যা গতবারের চেয়ে ১০টি বেশি।



পূজা উপলক্ষে ইতিমধ্যে জেলা হিন্দু মহাজোট ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে যৌথ সভা করেছে পুলিশ প্রশাসন।



যৌথ সভায় জেলার সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও র‌্যারেব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি থাকার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারছে।



তিনি আরও বলেন, এ বছর মা দুর্গার ঘটকে আগমন এবং ঘটকে প্রস্থান। তবে এবার মা দুর্গার আগমন নিয়ে চিন্তিত হিন্দু সম্প্রদায়ের মানুষ। কারণ, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় শাস্ত্রে বলা আছে মা দুর্গার আগমনে সব কিছু বিনাশ হবে। তবে মা দুর্গার কাছে প্রার্থনা থাকবে সব শ্রেণির মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।



জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, এ বছর ৪৬৫টি মন্দিরে দুর্গা পজা অনুষ্ঠিত হবে, যা গতবারের চেয়ে ১০টি বেশি।



জেলার পূজা মণ্ডগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের ৬ শতাধিক সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি মন্দিরে টহল দেবে র‌্যাবের মোবাইল টিম। আশা করা যাচ্ছে গত কয়েক বছরের মত এবারের দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।



(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)