রাজধানীতে দুটি এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকারও বেশি জাল নোট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত পল্টন ও কোতয়ালীর দুটি ভবনে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধারের কথা জানিয়ে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়েছে বাহিনীটি।
অভিযানে দুই জনকে আটকের কথাও জানানো হয়। তবে তাদের পরিচয় দেয়া হয়নি। আটক দুই জনের কাছ থেকে মোট ৫২ টাকার জাল নোট পাওয়া গেছে বলে জানানো হয় ওই ক্ষদে বার্তায়। অভিযানে নোট জাল করার সরঞ্জাম পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দুপুরের আগে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রতি বছরই ঈদের আগে নোট জাল করার প্রবণতা বাড়ে। গত বছরও একই সময় ঈদের আগে অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ধরা পড়ে।
চলতি বছরও একই ধারাবাহিকতায় গত এক মাসে দেশের বিভিন্ন এলাকা থেকেই জাল নোটসহ ধরা পড়েছে বেশ কয়েকজন।
এই পরিস্থিতিতে বিশেষ করে কোরবানির পশুর হাটে নোট জাল করা ঠেকাতে বিশেষ ধরনের মেশিন বসানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।