নোংরা পরিবেশে পঁচা-বাসি খাবার রাখা ও অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় চারটি রেস্টুরেন্টকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ঢাকার পঞ্চম আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রেস্টুরেন্টগুলো হলো- নিউ ক্যাফে ঢাকা রেস্তোরাঁ, ক্যাফে বৈশাখী রেস্তোরাঁ, ক্যাফে ঝিল রেস্টুরেন্ট, ধানসিঁড়ি রেস্টুরেন্ট।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
ঢাকা পঞ্চম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আমিরুল ইসলাম জানান, অভিযানকালে দেখা যায়, নোংরা পরিবেশ, পঁচা-বাসি খাবার সংরক্ষণ, পরিবেশন, খাবার খোলামেলা করে ফেলে রাখা এবং খাদ্যপণ্যের দাম নির্ধারিত দামের চাইতে বেশি দামে বিক্রি করার অভিযোগে নিউ ক্যাফে ঢাকা রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. মাইন উদ্দিনকে এক লাখ টাকা, ক্যাফে বৈশাখী রেস্তোরাঁর মালিক মো. ফিরোজকে ৫০ হাজার টাকা, ক্যাফে ঝিল রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. সাঈদ আহম্মেদকে ২০ হাজার টাকা এবং ধানসিঁড়ি রেস্টুরেন্টের মালিক মো. হুমায়ুন কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।