ফ্রান্স আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার ফ্রান্স আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়।
গত ২০ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম ও সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক নাজিম উদ্দিন আহমেদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। ওই সময় তারা ফ্রান্স আওয়ামী লীগের রাজনীতির চলমান সংকট তুলে ধরেন প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনা তাদেরকে সম্মেলন করার জন্য বলেন।
সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনা আমাদের সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে কমিটি অনুমোদন করা হবে।’
সভায় বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম বকুল, এম শাহেদ আলী, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিুবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন ভূইয়া, ফ্রান্স আওয়ামী লীগের নেতা কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ চৌধুরী, উপদেষ্টা মফিজ খাঁন, জাতীয় শ্রমিক লীগের সর্ব ইউরোপীয় সমন্বয়ক মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মৃধা, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সৈয়দ ফয়সল ইকবাল, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোস্তাফা হাসান, রানা চৌধুরী, সহপ্রচার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আমিন খান হাজারী, কার্যকরী পরিষদের সদস্য আলী হোসেন ও জাহেদ খাঁন প্রমুখ।