নিউ ইয়র্কে ৯/১১ এ সন্ত্রাসী হামলার ভয়াল মুহূর্তকে স্মরণ করলো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে নিউইয়র্ক শহরের বিভিন্ন স্থানে স্মরণসভাসহ আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার।
১৫ বছর আগে এই দিনের সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে দুই দিক থেকে ছিনতাই করা দুটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান আঘাত করেছিলো। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সেই সন্ত্রাসী হামলায় নিহত দুই হাজার ৭৫৩ জন বেসামরিক মানুষের মধ্যে ৬ জন প্রবাসী বাংলাদেশিও ছিলেন।
রবিবার ভয়াবহ সেই স্মৃতিকে স্মরণ করে শোকের এ দিনটি পালন করছেন নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
হামলায় নিহত বাংলাদেশিরা ছিলেন- সিলেটের মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী, কুমিল্লার মোহাম্মদ শাহজাহান, ময়মনসিংহের নূরল হক মিয়া, সিলেটের সাব্বির আহমেদ, মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন ও সিলেটের আবুল কাশেম চৌধুরী।
নিহতদের স্মরণে এদিন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দোয়া অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।
ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির আয়োজনে পরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মো. এন মজুমদার মাস্টার সভাপতিত্ব করেন।