ফ্রান্স আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এম এ কাশেম এবং সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের অদুরে পোর্ট দ্য পান্তা’র একটি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বটি পরিচালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মো . আবুল কাশেম।
বিদায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারা।
স্থানীয় সময় রাত ৮ টা ১৮ মিনিটে বিদায়ী সভাপতি বেনজির আহমেদ সেলিম ফ্রান্স আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বিদায়ী কমিটির সভাপতির বক্তব্যের পর সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী, গোলাম মোস্তফা হাসান ও রানা চৌধুরী।
দ্বিতীয় পর্বে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত ৮ মে ফ্রান্স আওয়ামী লীগের সম্মেলনের দিনে সাধারণ সম্পাদক পদের দুই প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থগিত হওয়া সম্মেলন গত রবিবার অনুষ্ঠিত হয়।