সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, শামসুল হকের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। উপন্যাস, নাটক, কাব্যনাটক, ছোটগল্প ও কলাম রচনার ক্ষেত্রে নতুন ধারা ও আঙ্গিক নির্মাণের মধ্য দিয়ে শামসুল হক বাংলা ভাষা ও বিশ্ব সাহিত্যের ভা-ারকে সমৃদ্ধ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার একনিষ্ঠ সাহিত্য চর্চার প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাচ্ছে।
উপাচার্য বলেন, শামসুল হক শুধুমাত্র সাহিত্য চর্চার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, আমাদের মহান মুক্তিযুদ্ধ ও জাতির ক্রান্তিকালে তার সাহসী ভূমিকা জাতি চিরদিন মনে রাখবে। নিবেদিত প্রাণ এই মহান লেখকের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও শোকার্ত।
উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই লোখকের শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।