প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩২:২৮আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৮:৪৪
ঢাবি ভর্তি পরীক্ষা: ‘গ’ ইউনিটে এক সেটে প্রশ্ন কম
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার একটি সেটের প্রশ্নপত্রে একটি প্রশ্ন কম পাওয়া গেছে। মোট পাঁচটি বিষয়ের ২০টি করে ১০০টি প্রশ্ন আসার কথা থাকলেও ফিন্যান্স বিষয়ের একটি প্রশ্ন কম ছিল। এ কারণে ওই সেটে প্রশ্ন ছিল ৯৯টি। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর এই ত্রুটি ধরা পড়ে।
এই একটি প্রশ্ন যারা কম পেয়েছেন, তারা ভীষণভাবে উদ্বিগ্ন। কারণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফলে এক নম্বরের ব্যবধানে বহু ছাত্র বাদ পড়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক শিবলী রুবাইয়াত ইসলাম ঢাকাটাইমসকে বলেন, শুধুমাত্র একটি সেটে একটি প্রশ্ন কম ছিল। তবে এই একটি প্রশ্নের নম্বর আমরা ওই সেটের সবাইকে দিয়ে দেব। তবে এ সংক্রান্ত নির্দেশনাপত্র আমরা তাৎক্ষণিকভাবে পরীক্ষা হলে পৌছে দিয়েছি।
ত্রুটি ধরা পড়া সেটের এক পরীক্ষার সাথে কথা হলে তিনি জানান, ‘প্রশ্ন কম আসার বিষয়টি আমরা স্যারদের জানানোর পর তারা এই নম্বর সেটের সবাইকে দেয়ার আশ্বাস দেন।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা আসার আগেই যারা ভুলবশত উত্তর পূরণ করেছেন তাদের ওএমআরশিট (উত্তরপত্র) পরিবর্তন করে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ‘কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে।’
শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়, শেষ হয় বেলা ১১টায়।
‘গ’ ইউনিটে একহাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৭ জন। গড়ে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৪ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো ছিল- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট), গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইডেন কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।